ক্রতু
(নক্ষত্র)
ইংরেজি : Dubhe।
জ্যোতির্বিজ্ঞানের নাম: Alpha Ursae
Majoris (Alpha UMa, α Ursae Majoris, α UMa)
সপ্তর্ষিমণ্ডল (Ursa Major) নামক নক্ষত্রমণ্ডল-এর একটি নক্ষত্র। এটি সপ্তর্ষিমণ্ডল-এর প্রান্তীয় নক্ষত্র। এটি এই নক্ষত্রমণ্ডলের দ্বিতীয় উজ্জ্বলতম নক্ষত্র।
বিষুবাংশ
(RA)
: ১১ ঘণ্টা ০৩ মিনিট ৪৩.৬৭১৫২ সেকেন্ড
বিষুবলম্ব (Dec)
: +৬১ ডিগ্রি ৪৫ মিনিট ০৩.৭২৪৯ সেকেন্ড।
পৃথিবী থেকে এই নক্ষত্র-এর দূরত্ব প্রায় ১২৩ আলোকবর্ষ। পাশ্চাত্য Dubhe নামটি গ্রহণ করা হয়েছে আরবি ظهر الدب الاكبر (জহর আদ-দুব্ব আল-আকবর) থেকে। এর অর্থ হলো 'বৃহৎ ভল্লুকের পশ্চাৎদেশ'। ভারতীয় জ্যোতির্বিজ্ঞানে, ভারতীয় পৌরাণিক ঋষি অত্রি-র নামনুসারে এই নক্ষত্রের নামকরণ করা হয়েছে।
এটি K1 II-II ধরনের প্রধান ধারার দানব নক্ষত্র। এর উপরিতলের তাপমাত্রা ৪৬৬০ কেলভিন। উপরিতলের মাধ্যাকর্ষণ ২.৪৬ সিজিএস। আবর্তন গতি ২.৬ কিমি/সেকেন্ড।
সূত্র :