ক্রতু [ক্রো.তু] [kro.t̪u]
সংস্কৃত क्रतु  (ক্রতু)>বাংলা ক্রতু।
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

হিন্দু পৌরাণিক কাহিনি মতে ব্রহ্মার মানস পুত্রদের মধ্য একজন। সপ্তর্ষিদের মধ্যে একজন ঋষি। ইনি দক্ষ-এর  সন্নতি নামক কন্যাকে বিবাহ করেছিলেন মহাভারতের মতে এঁর ঔরসে সন্নতি ষাট হাজার পুত্রের জন্ম দেন এই সন্তানেরা বালখিল্য নামে পরিচিত হন যজ্ঞাদির বিবিধ বিঘ্ন উপস্থিত হলে ইনি ঋষিদের কাছে উপস্থিত হতেন।