সপ্তর্ষি
সংস্কৃত सप्तर्षहि  (সপ্তর্ষি)>বাংলা সপ্তর্ষি।
সপ্ত ঋষির সমাহার/দ্বিগু সমাস
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা|}

হিন্দু পৌরাণিক কাহিনি মতে ব্রহ্মার সাত জন মানসপু সম্মিলিত নাম। মহাভারতের শান্তিপর্বে অষ্টাধিকদ্বিশততম অধ্যায়ের প্রজাপতিবিবরণ সৃষ্টিবিস্তারে বলা হয়েছে 'প্রথমে কেবল একমাত্র সনাতন ভগবান্ ব্রহ্মা বিদ্যামান ছিলেন। অনন্তর তাঁহার মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত্য, পুলহ, ক্রতু বশিষ্ঠ এই সাত অগ্নিতুল্য পুত্রের উৎপত্তি হয়।


ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীগণ উত্তর-পূর্ব আকাশের একটি
নক্ষত্রমণ্ডল সপ্তর্ষিণ্ডল [জ্যোতির্বিজ্ঞান] নামে চিহ্নিত করেছিলেন এই সপ্তর্ষিণ্ডলর তারাগুলিও এই সাতজন ঋষির নামে চিহ্নিত হয়