অত্রি
ঊর্ধ্বক্রমবাচকতা { মানসপুত্র | পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

হিন্দু পৌরাণিক কাহিনি মতে  
তিনি ছিলেন ব্রহ্মা মানস পুত্র মহাভারতের শান্তিপর্বের অষ্টাধিকদ্বিশততম অধ্যায়ের প্রজাপতিবিবরণ-সৃষ্টিবিস্তারে বলা হয়েছে 'প্রথমে কেবল একমাত্র সনাতন ভগবান্ ব্রহ্মা বিদ্যামান ছিলেন। অনন্তর তাঁহার মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত্য, পুলহ, ক্রতু  ও বশিষ্ঠ এই সাত অগ্নিতুল্য পুত্রের উৎপত্তি হয়।

মার্কেণ্ডয় পুরাণের মতে নয়জন মানস পুত্রের সৃষ্টি করলেন। তাঁদের নাম ভৃগু, পুলস্ত্য, পুলহ, ক্রতু, অঙ্গিরা,মরীচি,  দক্ষ, অত্রি, বশিষ্ঠ । এঁর স্ত্রীর নাম অনসূয়া। এঁদের তিনটি পুত্র সন্তান ছিল। এঁরা ছিলেন- চন্দ্র, দুর্বাসা এবং দত্তাত্রেয়। [সৃষ্টির কথা, মার্কণ্ডেয় পুরাণ]

 

অত্রির বংশে জন্মগ্রহণ করেছিলেন প্রাচীনবর্হি। প্রাচীনবর্হির মোট দশজন পুত্র ছিল এঁরা প্রচেতা নামে পরিচিত।        
               
[ মহাভারত শান্তিপর্ব। অষ্টাধিকদ্বিশততম অধ্যায়। প্রজাপতিবিবরণ-সৃষ্টিবিস্তার। ]