অঙ্গিরা
(পৌরাণিক, হিন্দু)
সংস্কৃত অঙ্গিরা>বাংলা অঙ্গিরা।
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{|
পৌরাণিক সত্তা
|
কাল্পনিকসত্তা
|
কল্পনা
|
সৃজনশীলতা
|
দক্ষতা
|
জ্ঞান |
মনস্তাত্ত্বিক বিষয়
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা|}
হিন্দু পৌরাণিক ঋষি।
হিন্দু পৌরাণিক
কাহিনি মতে—
ব্রহ্মার মুখনিঃসৃত
মানসপুত্রের একজন এবং সপ্তর্ষিদের মধ্যেও একজন।
তাঁকে দশজন প্রজাপতির মধ্যে—
একজন ধরা হয়।
ইনি
ঋগ্বেদ-এর বহু শ্লোকের রচয়িতা।
ইনি
কর্দম
ঋষির কন্যা শ্রদ্ধাকে বিবাহ করেছিলেন।
কোনো কোনো মতে ইনি
দক্ষ-এর কন্যা স্মৃতিকে বিবাহ করেছিলেন।
এঁর দুই পুত্রের নাম উতথ্য এবং
বৃহস্পতি।
অঙ্গিরা কঠোর
তপস্যা দ্বারা অগ্নির চয়েও অধিকতর তেজস্বী হয়ে ওঠলে,
অগ্নিহীন অবস্থায় জলে প্রবেশ করেন
এবং অগ্নির কাছে গিয়ে
জগতের কল্যাণে তাঁকে প্রকাশিত হওয়ার অনুরোধ করেন।
অগ্নি এর পরিবর্তে অঙ্গিরাকে
অগ্নিত্ব দান করতে ইচ্ছা প্রকাশ করলেন।
কিন্তু
অঙ্গিরা
তাতে সম্মত না হয়ে, অগ্নির কাছে একটি সন্তান প্রার্থনা করেন।
অগ্নি তখন তাতে সম্মত হয়ে সন্তান প্রদান করেন।
এই সন্তানই বৃহস্পতি নামে খ্যাতি লাভ করেন।
এই ঋষির নামানুসারে সপ্তর্ষি নক্ষত্রমণ্ডলের একটি নক্ষত্রের নামকরণ করা হয়েছে অঙ্গিরা (নক্ষত্র)।