অঙ্গিরা
(নক্ষত্র)
ইংরেজি :
Alioth।
জ্যোতির্বিজ্ঞানের নাম: Epsilon Ursae Majoris
(Epsilon UMa, ε Ursae Majoris, ε UMa)
সপ্তর্ষিমণ্ডল (Ursa Major) নামক নক্ষত্রমণ্ডল-এর উজ্জ্বলতম নক্ষত্র। এই নক্ষত্রটি খালি চোখেই দেখা যায়। পাশ্চাত্য নামটি গ্রহণ করা হয়েছে আরবি আলইয়াথ থেকে গৃহীত হয়েছে। এর অর্থ হলো 'মেষের মোটা লেজ'। ভারতীয় নামটি গৃহীত হয়েছ পৌরাণিক ঋষি অঙ্গিরা (পৌরাণিক, হিন্দু)-এর নামানুসারে।
বিষুবাংশ
(RA)
: ১২ ঘণ্টা ৫৪ মিনিট ০১.৭৪৯৫৯ সেকেন্ড
বিষুবলম্ব (Dec)
: ৫৫ ডিগ্রি ৫৭ মিনিট ৩৫.৩৬২৭ সেকেন্ড।
পৃথিবী থেকে এর দূরত্ব ৮২.৬ আলোকবর্ষ। ভর ২.৯১ । ব্যাসার্ধ ৪.২ । উপরিতলের মাধ্যাকর্ষণ ৩.৫। তাপমাত্রা ১০.৮০০ কেলভিন। এর আপাত উজ্জ্বল্য ১.৭৭। এর চৌম্বক ক্ষেত্র তুলনামূলকভাবে কম। তারপরেও পৃথিবীর চৌম্বকক্ষেত্রের চেয়ে প্রায় ১০০গুণ বেশি।
সূত্র :
তারা পরিচিত। মোহাম্মদ আব্দুল
জব্বার। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশান। ফেব্রুয়ারি ১৯৯৪
http://en.wikipedia.org/wiki/Epsilon_Ursae_Majoris
contemporary Astronomy/ Jay M. Pasachoff।
2nd edition