মরীচি [মো.রি,চি] [mo.ri.i]
সংস্কৃত मरीचि  (মরীচি)>বাংলা মরীচি।
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

হিন্দু পৌরাণিক কাহিনি মতে সপ্তর্ষিদের মধ্যে একজন এবং দশম প্রজাপতির অন্যতম। ইনি ছিলেন ব্রহ্মার মানস পুত্র ইনি কর্দমের কন্যা কলাকে বিবাহ করেন এর দুই পুত্রের নাম হলো কশ্যপ ও পূর্ণিমা অন্যমতে ইনি ধর্মব্রতাকে বিবাহ করেছিলেন

এই ঋষির নামানুসারে আকাশের সপ্তর্ষিণ্ডল-এর একটি নক্ষত্রের নামকরণ করা হয়েছে মরীচি (নক্ষত্র) 


সূত্র :
মহাভারত। বেদব্যাস। অনুবাদ : কালীপ্রসন্ন সিংহ