মরীচি (নক্ষত্র)
ইংরেজি : Alkaid
জ্যোতির্বিজ্ঞানের নাম:
Eta Ursae Majoris (Eta UMa, η Ursae Majoris, η UMa)

সপ্তর্ষিণ্ডল (Ursa Major) নামক নক্ষত্রমণ্ডল-এর একটি নক্ষত্র। এটি সপ্তর্ষিণ্ডল-এর প্রান্তীয় নক্ষত্র। 

বিষুবাংশ (RA) : ১ ঘণ্টা ৪৭ মিনিট ৩২.৪৩৭৭৬ সেকেন্ড
বিষুবলম্ব
(Dec) : ৪৯ ডিগ্রি ১৮ মিনিট ৪৭.৭৬০২ সেকেন্ড।

পৃথিবী থেকে এই নক্ষত্র-এর দূরত্ব প্রায় ১০৩.৯ আলোকবর্ষ। পাশ্চাত্য Alkaid নামটি গ্রহণ করা হয়েছে আরবি قائد بنات نعش    (কাইদ বান্নতোন্না শ) থেকে। এর অর্থ হলো 'ঊষাকুমারী'। ভারতীয় জ্যোতির্বিজ্ঞানে, ভারতীয় পৌরাণিক ঋষি মরীচি-র নামনুসারে এই নক্ষত্রের নামকরণ করা হয়েছে।

ধারণা করা হয়, এই নক্ষত্রটি ১ কোটি বৎসর আগে জন্মলাভ করেছে। এটি বি-টাইপ (B3 V) প্রধান ধারার নক্ষত্র। এর ভর সূর্য-এর ৬.১ গুণ এবং ব্যাস ৩.৪ গুণ। এর ঔজ্জ্বল্য  সূর্য-এর চেয়ে প্রায় ১,৩৫০ গুণ বেশি। উপরিতলের তাপমাত্রা ১৬,৮২৩ কেলভিন। উপরিতলের মাধ্যাকর্ষণ ৪.২৭ সিজিএস। আবর্তন গতি ১৫০ কিমি/সেকেন্ড।


সূত্র :