মরীচি
বানান বিশ্লেষণ:
ম্+অ+র্+ঈ+চ্+ই
উচ্চারণ :
mo.ri.ci
(মো.রি.চি)।
শব্দ-উৎস:
সংস্কৃত
মরীচি>বাংলা
মরীচি।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
১. √মৃ ((বিনাশ হওয়া) + ঈচি, করণবাচ্য
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { | আলোক-রাসায়নিক বিকিরণ | বিদ্যুৎ-চুম্বকীয় বিকিরণ | বিকিরণ | শক্তি | ভৌত প্রপঞ্চ | প্রাকৃতিক প্রপঞ্চ | প্রপঞ্চ | দৈহিক প্রক্রিয়া | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: যা বিদ্যুৎ-চুম্বকীয় বিকিরণ দ্বারা প্রকাশ পায় বা ছড়িয়ে পড়ে এবং দর্শনেন্দ্রিয়কে উজ্জীবিত করে দেখা নামক অনুভূতিকে উপস্থাপন করে। সাধারণ অর্থে দৃশ্যমান আলো। [দেখুন : আলো [পদার্থবিজ্ঞান]
সমার্থক শব্দাবলি: অংশু, অংশুক, অর্চি, আভা, আল, আলা, আলো, আলোক, কর, কিরণ, গভস্তি, জ্যোতি, তেজ, ত্বিষা, দীধিতি, দীপ্তি, দ্যুতি, ধাম, নুর, বসু, বিভা, প্রভা, ভা, ভানু, ভাস্, ময়ুখ, মরীচি, রশ্মি।
ইংরেজি: light।যুক্তশব্দ:
পূর্বপদ: মরীচিমালী।
২. √মৃ ((বিনাশ হওয়া) + ঈচি
পদ: বিশেষ্য২.১. ঊর্ধ্বক্রমবাচকতা { | ঋষি | হিন্দু পৌরাণিক সত্তা | পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}
হিন্দু পৌরাণিক কাহিনি মতে− সপ্তর্ষিদের মধ্যে একজন এবং দশম প্রজাপতির অন্যতম। ইনি ছিলেন ব্রহ্মার মানস পুত্র। ইনি কর্দমের কন্যা কলাকে বিবাহ করেন। এর দুই পুত্রের নাম হলো কশ্যপ ও পূর্ণিমা। অন্যমতে ইনি ধর্মব্রতাকে বিবাহ করেছিলেন।
২.২. ঊর্ধ্বক্রমবাচকতা { | নক্ষত্র | মহাকাশীয় বস্তু | প্রাকৃতিক লক্ষ্যবস্তু | সমগ্র | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
সপ্তর্ষিমণ্ডল (Ursa Major) নামক নক্ষত্রমণ্ডল-এর একটি নক্ষত্র। এটি সপ্তর্ষিমণ্ডল-এর প্রান্তীয় নক্ষত্র। হিন্দু পৌরাণিক ঋষি মরীচি-এর নামানুসারে এই নক্ষত্রের নামকরণ করা হয়েছে। [দেখুন : মরীচি (নক্ষত্র)]