রশ্মি
বানান বিশ্লেষণ: র্+অ+শ্+ম্+ই
উচ্চারণ : roʃ.ʃĩ
(রোশ্.শিঁ)।

শব্দ-উৎস: সংস্কৃত রশ্মি>বাংলা ি
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অশ্ (ব্যাপ্ত হওয়া) +মি, কর্তৃবাচ্য
পদ:

১.  বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা  { | আলোক-রাসায়নিক বিকিরণ | বিদ্যুৎ-চুম্বকীয় বিকিরণ | বিকিরণ | শক্তি | ভৌত প্রপঞ্চ  |  প্রাকৃতিক প্রপঞ্চ | প্রপঞ্চ |  দৈহিক প্রক্রিয়া | দৈহিক সত্তা | সত্তা |}


অর্থ:
 
যা  বিদ্যুৎ-চুম্বকীয় বিকিরণ দ্বারা প্রকাশ পায় বা ছড়িয়ে পড়ে এবং দর্শনেন্দ্রিয়কে উজ্জীবিত করে দেখা নামক অনুভূতিকে উপস্থাপন করে। সাধারণ অর্থে দৃশ্যমান আলো।  [দেখুন : আলো [পদার্থবিজ্ঞান]
 
সমার্থক শব্দাবলি: অংশু
,  অংশুক, অর্চি, আভা, আল, আলা, আল, আলোক, কর, কিরণ, গভস্তি, জ্যোতি, তেজ, ত্বিষা, দীধিতি, দীপ্তি, দ্যুতি, ধাম, নুর, বসু, বিভা, প্রভা, া, ভানু, ভাস্, ময়ুখ, মরীচি, রশ্মি 
ইংরেজি:
light

যুক্তশব্দ:

 

২. বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{| স্পর্শনীয় বস্তু  | বস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: ২.১. ব্যাপ্তী অর্থে।
যা ব্যাপ্ত হয়, বা ছড়িয়ে পড়ে এই অর্থে অংশু। যে কোনো পদার্থের সূক্ষ্ম সুতার মতো অংশকে অংশু বলা হয়।
সমার্থক শব্দাবলি: আঁশ, সুতার উপকরণ।
ইংরেজি:
fiber, fibre

 

অর্থ: ২.২. ক্ষুদ্রার্থে। যা ব্যাপ্ত হয় ক্ষুদ্রাতি-ক্ষুদ্র অংশ হিসাবে এই অর্থে অংশু।  
ঊর্ধ্বক্রমবাচকতা {| স্পর্শনীয় বস্তু  | বস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
সমার্থক শব্দাবলি: অণু, কণ, কণা [সমার্থক শব্দ দেখুন : ণা]
ইংরেজি:
particle

 

৩. বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { পরিচ্ছদ
| আবরক | মানবসৃষ্টি | সমগ্র | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ:
৩.১.  
রীরের ছড়িয়ে দিয়ে যার দ্বারা আবরিত করা হয়, এই অর্থে অংশু।
সমার্থক শব্দাবলি:
অংশু, পোশাক [সমার্থক শব্দাবলি দেখুন : পোশাক]
ইংরেজি
:
garment

অর্থ: ৩.২ সূক্ষ্ম সুতায় তৈরি বস্ত্র , এই অর্থে অংশু।
সমার্থক শব্দাবলি: সূক্ষ্মব্স্ত্র
, মিহি সুতায় তৈরি বস্ত্র
ইংরেজি:
fine cotton fabric
 

৪. বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| নক্ষত্র | মহাকাশীয় বস্তু | প্রাকৃতিক লক্ষ্যবস্তু | সমগ্র | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: যা নিজেকে ব্যাপ্ত করে, এই অর্থে সূর্যের অপর নাম  অংশু মহাকাশের সূর্য নামক নক্ষত্র। 
                     [দেখুন
:
সূর্য [জ্যোতির্বিজ্ঞান]
সমার্থক শব্দাবলি: অংশু,
সূর্য
                     [দেখুন সমার্থক শব্দাবলির তালিকা
:
সূর্য]
ইংরেজি: sun                 

.বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {
| সময়-হার | পরিমাণগত সম্পর্ক | সম্পর্ক | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
অর্থ:
একক সময়ে যে দূরত্বে বস্তু ব্যাপ্ত হয়, এই অর্থে-অংশু [অপ্রচলিত]।
সমার্থক শব্দাবলি: বেগ, গতি [ দেখুন:  গতি, বেগ। (পদার্থবিজ্ঞান কোষ)]

ইংরেজি :
speed, velocity

. বিশেষ্য
অর্থ: যা উচ্চারণের দ্বারা প্রকাশিত হয় [দ্রষ্টব্য : উপাংশু]

৮.  বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
অর্থ:
হিন্দু পৌরাণিক কাহিনী মতে  এই নামে একাধিক চরিত্রের নাম পাওয়া যায়
               দেখুন :
অংশু  [পৌরাণিক, হিন্দু]