কণ
বানান বিশ্লেষণ : ক্+অ+ণ্+অ।
উচ্চারণ:
ɔn (কণ্)

শব্দ-উৎস: সংস্কৃত কণ>বাংলা কণ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
কণ্ (সংক্ষেপণ) +অ (অচ্), কর্তৃবাচ্য
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা 
{| ব্যবহার্য বস্তু | বস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ:
পদার্থের অতি সূক্ষ্মতম কণা
, ব্যাবহারিক উপকরণের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়।
  

১.১. (অ-প্রযুক্তিগত ব্যবহার) ে কোন কিছুর অতিক্ষুদ্র টুকরা
১.২. ক্ষুদ্রাকার একক অংশ। [শস্যকণ]
১.৩. তরল পদার্থের ক্ষুদ্র অংশ। [বৃষ্টির কণ, অশ্রুকণ।]
১.৪. সুক্ষ্ণ অনুভূতিবাচক শব্দ- অল্পার্থে। [সুখকণ]
১.৫. স্ফুলিঙ্গ। [অগ্নিকণ]

সমার্থক শব্দাবলি: অংশু, অণু, কণ, কণা,
কণিকা
ইংরেজি :  particle, corpuscle