অণু
বানান বিশ্লেষণ: অ+ণ্++উ
উচ্চারণ : o.nu
(ওঙ্‌.শু)।

শব্দ-উৎস: সংস্কৃত অণু>বাংলা  অণু
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অণ্ (শব্দ) +উ (উন), কর্তৃবাচ্য
পদ:

১. বিশেষণ
অর্থ:

১.১. যা শব্দ রূপ সূক্ষ্ম, এই অর্থে- অতি ক্ষুদ্র, সূক্ষ্ম। (অণুরূপা)
১.২. সঙ্গীতশাস্ত্রে এক মাত্রার ক্ষুদ্রাংশ (অণুকোমল ঋষভ)।
১৩. যা অতি ক্ষুদ্র। (অণুমাত্র, অণুমাত্রিক, অণুরেণু, অণুবাদ, অণুবীক্ষণ)

ইংরেজি: a very small, minute, a little, a bit


২. বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা 
{| ব্যবহার্য বস্তু | বস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ:
পদার্থের অতি সূক্ষ্মতম কণা
, ব্যাবহারিক উপকরণের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়।
 
সমার্থক শব্দাবলি: অংশু, অণু, কণ, কণা,
কণিকা
ইংরেজি:
particle
 

.  বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {
নির্মাণ একক | স্বতন্ত্র সত্তা | দৈহিক সত্তা | সত্তা |}

অর্থ : পদার্থবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান মতে  কোনো পদার্থের ক্ষুদ্রতম কণা, যাতে ওই পদার্থের সকল ধর্মসমূহ অক্ষুণ্ণ থাকে
                 দেখুন : অণু (পদার্থবিজ্ঞান কোষ ও রসায়নবিজ্ঞান (কোষ))
ইংরেজি : molecule