নির্মাণ একক
প্রাকৃতিক অবিভাজ্য একক  সত্তা, যা গাঠনিক একক হিসেবে কাজ করে।
ঊর্ধ্বক্রমবাচকতা { নির্মাণ একক | স্বতন্ত্র সত্তা | দৈহিক সত্তা | সত্তা |}
ইংরেজি: unit, building block

ব্যাখ্যা: দৈহিক সত্তার অধিকারী এমন কিছু স্বতন্ত্র স্বত্তা রয়েছে, যেগুলো স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে প্রকৃতিতে বিরাজ করে। এই জাতীয় সত্তা বস্তু জগতে অবিভাজ্য একক সত্তা রূপেই পরিচিত। এই বস্তুগুলো গাঠনিক একক হিসেবে কাজ করে। যেমন অণু।