ব্যবহার্য বস্তু
স্পর্শন যোগ্য বস্তু, যা দৈহিক লক্ষ্যবস্তুর রূপ দেওয়ার জন্য ব্যবহার করা যায়।
ঊর্ধ্বক্রমবাচকতা { ব্যবহার্য-বস্তু | বস্তু | দৈহিক সত্তা| সত্তা | }
ইংরেজি :
material, stuff

ব্যাখ্যা:
নানাবিধ বস্তুর ভিতরে এমন কিছু বস্তু, যাদেরকে ব্যবহারের জন্য রূপান্তর করা যায়। যেমন- হীরক খনিজ পদার্থ। কিন্তু খনি থেকে উত্তোলনের পর কেটেছেঁটে ব্যবহারের উপযোগী করা হয়। বা রুটি তৈরির জন্য গম ব্যবহার করা হয়। বিভিন্ন ব্যবহারের উপযোগী বস্তুর জন্য ব্যবহার্য বস্তুর প্রয়োজন হয়। ব্যবহার্য বস্তুর উৎস হতে পারে। যেমন-