অণুর গতি
ইংরেজি
molecular motion।
অণু নামে স্বীকৃত- পদার্থ ক্ষুদ্রতম স্বাধীন কণার একটি প্রধান বৈশিষ্ট্য হল এর গতি
(motion)।
পদার্থ আমাদের কাছে স্থির মনে হলেও এর অণুসমূহ নিশ্চল অবস্থায় না। অণুর চলাচলের
ক্ষেত্রে নিরূপিত গতি হলো- অণুর গতি। এই গতিকে তিনটি চিহ্নিত করা হয়।
যেমন-স্থানান্তর গতি, আবর্তন গতি, কম্পন গতি ।
তাপমাত্রার হ্রাস-বৃদ্ধির সঙ্গে এই সকল গতিরও হ্রাস
বৃদ্ধি ঘটে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে অণুর স্থানান্তর গতি বৃদ্ধি পায় ফলে
আন্ত-আণবিক বল হ্রাস পায় এবং আন্ত-আণবিক দূরত্ব বৃদ্ধি পায়। ফলে তাপবৃদ্ধির কারণে
পদার্থের আয়তনও বৃদ্ধি পায়। অপরদিকে তাপমাত্রা হ্রাস পেলে অণুর স্থানান্তর গতি
হ্রাস পায়। ফলে আন্ত-আণবিক বল বৃদ্ধি পাওয়ায় অণুসমূহ পরস্পরের অধিকতর নিকটবর্তী হয়
এবং পদার্থের আয়তনও আনুপাতিক হারে হ্রাস পায়। চাপের প্রভাবেও পদার্থের অনুরূপ
পরিবর্তন, বিশেষত গ্যাসের বেলায় ঘটতে পারে ।