অণু
ঊর্ধ্বক্রমবাচকতা { নির্মাণ একক | স্বতন্ত্র সত্তা | দৈহিক সত্তা | সত্তা |}
ইংরেজি: molecule


কোনো পদার্থের ক্ষুদ্রতম কণা, যাতে ওই পদার্থের ধর্মসমূহ অক্ষুণ্ণ থাকে অণু মৌলিক ও যৌগিক উভয় প্রকারেরই পাওয়া যায় মৌলিক পদার্থের অণুগুলি দুই বা ততোধিক একই জাতীয় পরমাণুর সমন্বয়ে গঠিত হয় কিন্তু যৌগিক পদার্থের অণুগুলি দুই বা ততোধিক ভিন্ন জাতীয় পরমাণু দ্বারা গঠিত হয়ে থাকে প্রতিটি অণুর স্বাধীন অস্তিত্ব আছে, কিন্তু কোনো রাসায়নিক বিক্রিয়ার সময় অণুগুলি বিভাজিত হয়ে পরমাণুর রূপ পরিগ্রহ করে এবং নতুন করে বিন্যাসিত হয়।