অণু
ঊর্ধ্বক্রমবাচকতা
{
নির্মাণ একক
|
স্বতন্ত্র সত্তা
|
দৈহিক সত্তা
|
সত্তা
|}
ইংরেজি: molecule।
কোনো
পদার্থের ক্ষুদ্রতম কণা,
যাতে ওই পদার্থের ধর্মসমূহ অক্ষুণ্ণ থাকে।
অণু মৌলিক ও যৌগিক উভয় প্রকারেরই পাওয়া যায়।
মৌলিক পদার্থের অণুগুলি দুই বা ততোধিক একই জাতীয় পরমাণুর সমন্বয়ে গঠিত হয়।
কিন্তু যৌগিক পদার্থের অণুগুলি দুই বা ততোধিক ভিন্ন জাতীয় পরমাণু দ্বারা গঠিত হয়ে
থাকে।
প্রতিটি অণুর স্বাধীন অস্তিত্ব আছে,
কিন্তু কোনো রাসায়নিক বিক্রিয়ার সময় অণুগুলি বিভাজিত হয়ে
পরমাণুর রূপ পরিগ্রহ করে এবং নতুন করে বিন্যাসিত হয়।
অণুর গতি
ইংরেজি
molecular motion।
অণু নামে স্বীকৃত- পদার্থ ক্ষুদ্রতম স্বাধীন কণার একটি প্রধান বৈশিষ্ট্য হল এর গতি
(motion)।
পদার্থ আমাদের কাছে স্থির মনে হলেও এর অণুসমূহ নিশ্চল অবস্থায় না। অণুর চলাচলের
ক্ষেত্রে নিরূপিত গতি হলো- অণুর গতি। এই গতিকে তিনটি চিহ্নিত করা হয়।
যেমন-স্থানান্তর গতি, আবর্তন গতি, কম্পন গতি ।
তাপমাত্রার হ্রাস-বৃদ্ধির সঙ্গে এই সকল গতিরও হ্রাস
বৃদ্ধি ঘটে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে অণুর স্থানান্তর গতি বৃদ্ধি পায় ফলে
আন্ত-আণবিক বল হ্রাস পায় এবং আন্ত-আণবিক দূরত্ব বৃদ্ধি পায়। ফলে তাপবৃদ্ধির কারণে
পদার্থের আয়তনও বৃদ্ধি পায়। অপরদিকে তাপমাত্রা হ্রাস পেলে অণুর স্থানান্তর গতি
হ্রাস পায়। ফলে আন্ত-আণবিক বল বৃদ্ধি পাওয়ায় অণুসমূহ পরস্পরের অধিকতর নিকটবর্তী হয়
এবং পদার্থের আয়তনও আনুপাতিক হারে হ্রাস পায়। চাপের প্রভাবেও পদার্থের অনুরূপ
পরিবর্তন, বিশেষত গ্যাসের বেলায় ঘটতে পারে ।