পোশাক
বানান বিশ্লেষণ: ্+ও+শ্+আ+ক্+অ
উচ্চারণ :
po.ʃak (পো.শাক্)।
শব্দ-উৎস:
ফার্সি পোশাক>বাংল পোশাক।
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতাপরিচ্ছদ | আবরক | মনুষ্য-সৃষ্টি | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ:  
যা দিয়ে শরীরকে আবরিত করা হয়, এই অর্থে পোশাক।
সমার্থক শব্দাবলি:
অংশু, অংশুক, পট, পট্ট, পোশাক, বসন, বস্ত্র, বাস, বেশ

বসন, বস্ত্র, বেশ, বস্ত্র,  বাস।
ইংরেজি
:
garment