বসন
বানান বিশ্লেষণ: ব্+অ+স্+অ+ন্+অ
উচ্চারণ:
.ʃon (ব.শোন্)।
শব্দ-উৎস: সংস্কৃত বসনম্>বাংলা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
Öবস্ (বাস করা) +অন্ (ল্যুট), ভাববাচ্য
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতাপরিচ্ছদ | আবরক | মনুষ্য-সৃষ্টি | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ:  
রীরকে আচ্ছাদন করে।
সমার্থক শব্দাবলি:
অংশুঅংশুক, পট, পট্ট, পোশাক, বসন, বস্ত্র, বাস, বেশ
ইংরেজি
:
garment