অংশুক
বানান বিশ্লেষণ:
অ+ং+শ্+উ+ক্+অ
উচ্চারণ:
oŋ.ʃuk
(ওঙ্.শুক্)।
শব্দ-উৎস:
সংস্কৃত
অংশুকম্>বাংলা
অংশুক।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ: অংশু {√অশ্
(ব্যাপ্ত হওয়া)
+
উ (কু),
কর্তৃবাচ্য}
+
ক্ (কন্)।
পদ:
বিশেষ্য
১. ঊর্ধ্বক্রমবাচকতা { | আলোক-রাসায়নিক বিকিরণ | বিদ্যুৎ-চুম্বকীয় বিকিরণ | বিকিরণ | শক্তি | ভৌত প্রপঞ্চ | প্রাকৃতিক প্রপঞ্চ | প্রপঞ্চ | দৈহিক প্রক্রিয়া | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: যা বিদ্যুৎ-চুম্বকীয় বিকিরণ দ্বারা প্রকাশ পায় বা ছড়িয়ে পড়ে এবং দর্শনেন্দ্রিয়কে উজ্জীবিত করে দেখা নামক অনুভূতিকে উপস্থাপন করে। সাধারণ অর্থে দৃশ্যমান আলো। [দেখুন : আলো [পদার্থবিজ্ঞান]
সমার্থক শব্দাবলি: অংশু, অংশুক, অর্চি, আভা, আল, আলা, আলো, আলোক, কর, কিরণ, গভস্তি, জ্যোতি, তেজ, ত্বিষা, দীধিতি, দীপ্তি, দ্যুতি, ধাম, নুর, বসু, বিভা, প্রভা, ভা, ভানু, ভাস্, ময়ুখ, মরীচি, রশ্মি।
ইংরেজি : light, ray।
২. ঊর্ধ্বক্রমবাচকতা {| আলো | আলোক-রাসায়নিক বিকিরণ | বিদ্যুৎ-চুম্বকীয় বিকিরণ | বিকিরণ | শক্তি | ভৌত প্রপঞ্চ | প্রাকৃতিক প্রপঞ্চ | প্রপঞ্চ | দৈহিক প্রক্রিয়া | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: আলোর ক্ষীণ উপস্থিতি।
সমার্থক শব্দাবলি: অংশুক, অল্পপ্রভা, মৃদুদ্যুতি।
ইংরেজি: dim light।
৩. ঊর্ধ্বক্রমবাচকতা { পরিচ্ছদ | আবরক | মনুষ্য-সৃষ্টি | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: শরীরের ছড়িয়ে দিয়ে যার দ্বারা আবরিত করা হয়, এই অর্থে– অংশুক।
সমার্থক শব্দাবলি: অংশু, অংশুক, পট, পট্ট, পোশাক, বসন, বস্ত্র, বাস, বেশ।
ইংরেজি: garment।
৪. উর্ধ্বক্রমবাচকতা {| লাউরেল | আবৃতবীজী বৃক্ষ | বৃক্ষ | কাষ্ঠময় উদ্ভিদ | ভাস্কুলার উদ্ভিদ | উদ্ভিদ | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ : যার দ্বারা সুগন্ধ ব্যাপ্ত করে অর্থে– অংশুক। অংশুক নামক এক প্রকার সুগন্ধী পাতা জন্মে যে বৃক্ষে তার নাম।
[দেখুন : তেজপাতা (উদ্ভিদকোষ)]
সমার্থক শব্দাবলি : তেজপত্র বৃক্ষ, তেজপাত গাছ, তেজপাতা গাছ।
ইংরেজি : bay laurel leaf tree, Bay leaf tree
৫. ঊর্ধ্বক্রমবাচকতা { | ভেষজদ্রব্য | স্বাদনদ্রব্য | খাদ্যোপকরণ | খাদ্যদ্রব্য | খাদ্য-পুষ্টি | বস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
তেজপাতা নামক গাছের পাতা, যা মশলা হিসাবে খাদ্যে ব্যবহার করা হয়।
[দেখুন : তেজপাতা (উদ্ভিদকোষ)]
সমার্থক শব্দাবলি : তেজপত্র, তেজপাত, তেজপাতা । [সমার্থক শব্দাবলি দেখুন : তেজপাতা]
ইংরেজি : bay laurel leaf, Bay leaf
সূত্র :