ক (কন্)
সংস্কৃত
তদ্ধিত
প্রত্যয়।
এই প্রত্যয় যুক্ত
হওয়ার নির্দেশ বিভিন্ন গ্রন্থে বিভিন্নভাবে দেখা যায়। যেমন―
১.
ক (কন্)।
বঙ্গীয়
শব্দকোষ/হরিচরণ বন্দ্যোপাধ্যায়, ভাষাপ্রকাশ বাঙ্গালা ব্যাকরণ/সুনীতিকুমার
চট্টোপাধ্যায়।
২. 'কন' এবং 'ক'
সরল বাঙ্গালা ভাষার অভিধান/সুবলচন্দ্র মিত্র।
মূলত এই
প্রত্যয়টির মূলরূপ কন্।
এই
প্রত্যয়ের 'ন' ইৎ হয়, এবং
'ক' ধ্বনি বজায় থাকে। এই প্রত্যয় যুক্ত হওয়ার ক্ষেত্রে যে সকল বিধি অনুসৃত হয়,
তা হল-
১।
কর্তৃবাচ্যে স্বার্থে বা অল্পার্থে এই প্রত্যয় ব্যবহৃত হয় এবং বিশেষ্য পদ ও
ক্লীবলিঙ্গ হয়। যেমন-
বিশেষ্য
{অংশ
+
ক (কন্),
স্বার্থে,
কর্তৃবাচ্য।
{ক্লীবলিঙ্গ}=অংশক
(দিন)
বিশেষ্য
{অংশু +
ক (কন্),
অল্পার্থে, কর্তৃবাচ্য।
{ক্লীবলিঙ্গ}=অংশুক।
এই প্রত্যয় যে সকল ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়ে থাকে, তার তালিকা− অংশক, অংশুক।