তেজপাতা
পদ: বিশেষ্য

১. উর্ধ্বক্রমবাচকতা {| লাউরেল | আবৃতবীজী বৃক্ষ | বৃক্ষ | কাষ্ঠময় উদ্ভিদ | ভাস্কুলার উদ্ভিদ | উদ্ভিদ | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ : তেজপাতা নামক এক প্রকার সুগন্ধী গাছ। [দেখুন : তেজপাতা (উদ্ভিদকোষ)]
সমার্থক শব্দাবলি :
অংশুক, তেজপত্র, তেজপাত, তেজপাতা
ইংরেজি :
bay laurel
leaf tree, Bay leaf tree
 

. ঊর্ধ্বক্রমবাচকতা { | ভেষজদ্রব্য | স্বাদনদ্রব্য | খাদ্যোপকরণ | খাদ্যদ্রব্য | খাদ্য-পুষ্টি | বস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
তেজপাতা নামক গাছের পাতা, যা মশলা হিসাবে খাদ্যে ব্যবহার করা হয়।
             [দেখুন :
তেজপাতা (উদ্ভিদকোষ)]
সমার্থক শব্দাবলি :
অংশুক, তেজপত্র, তেজপাত, তেজপাতা
ইংরেজি : bay laurel
leaf, Bay leaf