দীপ্তি
বানান বিশ্লেষণ: দ্+ঈ+প্+ত্+ই
উচ্চারণ :
i.pi.i (দিপ্.তি)।

শব্দ-উৎস: সংস্কৃত দীপ্তি>বাংল দীপ্তি
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
দীপ্ (দীপ্ত) +তি (ক্তিন্), ভাববাচ্য
পদ:
 বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা  { | আলোক-রাসায়নিক বিকিরণ | বিদ্যুৎ-চুম্বকীয় বিকিরণ | বিকিরণ | শক্তি | ভৌত প্রপঞ্চ  |  প্রাকৃতিক প্রপঞ্চ | প্রপঞ্চ |  দৈহিক প্রক্রিয়া | দৈহিক সত্তা | সত্তা |}


অর্থ:
যা  বিদ্যুৎ-চুম্বকীয় বিকিরণ দ্বারা প্রকাশ পায় বা ছড়িয়ে পড়ে এবং দর্শনেন্দ্রিয়কে উজ্জীবিত করে দেখা নামক অনুভূতিকে উপস্থাপন করে। সাধারণ অর্থে দৃশ্যমান আলো।  [দেখুন : আলো [পদার্থবিজ্ঞান]
 
সমার্থক শব্দাবলি: অংশু
, অংশুক, অর্চি, আভা, আল, আলা, আল, আলোক, কর, কিরণ, গভস্তি, জ্যোতি, তেজ, ত্বিষা, দীধিতি, দীপ্তি, দ্যুতি, ধাম, নুর, বসু, বিভা, প্রভা, া, ভানু, ভাস্, ময়ুখ, মরীচি, রশ্মি 
ইংরেজি:
light