আলোক-রাসায়নিক বিকিরণ
বৈদ্যুতিক আধানের ত্বরেণের ফলে উদ্ভুত বৈদ্যুতিক এবং চৌম্বকীয় ক্ষেত্রসহ শক্তি-তরঙ্গের বিকিরণ।
ঊর্ধ্বক্রমবাচকতা {আলোক-রাসায়নিক বিকিরণ | বিদ্যুৎ-চুম্বকীয় বিকিরণ | বিকিরণ | শক্তি | ভৌত প্রপঞ্চ | প্রাকৃতিক প্রপঞ্চ | প্রপঞ্চ | দৈহিক প্রক্রিয়া| দৈহিক সত্তা | সত্তা | }
ইংরেজি:
(actinic radiation, actinic ray)
ব্যাখ্যা: আলোক-রাসায়নিক বিকিরণের প্রকাশ নানাভাবে হতে পারে। যেমন-