আঁশ
বানান
বিশ্লেষণ:
আ+ঁ+শ্+অ
উচ্চারণ :
ãʃ
(আঁশ্)।
শব্দ-উৎস:
সংস্কৃত
अंशु
অংশু>প্রাকৃত
অংসু>বাংলা
অংশু,
আঁশ।
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{
স্পর্শনীয়
বস্তু
|
বস্তু
|
দৈহিক
সত্তা
|
সত্তা
|}
অর্থ: যা ব্যাপ্ত হয়, বা ছড়িয়ে
পড়ে এই অর্থে–
অংশু। যে কোনো পদার্থের সূক্ষ্ম সুতার মতো
অংশকে অংশু বলা হয়।
সমার্থক শব্দাবলি: অংশু, আঁশ,
সুতার
উপকরণ।
ইংরেজি:
fiber, fibre।