এম১০১
ঊর্ধ্বক্রমবাচকতা { | নক্ষত্রমণ্ডল | প্রাকৃতিক লক্ষ্যবস্তু | সমগ্র | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}

সপ্তর্ষিমণ্ডল-এর এটি একটি কুণ্ডলিত গ্যালাক্সি। এর অন্যান্য নাম -Messier101, Pinwheel Galaxy, NGC 5457। সংক্ষিপ্ত নাম M101 পৃথিবী থেকে এর দূরত্ব ২,৭০,০০,০০০ আলোকবর্ষ। ১৭৮১ খ্রিষ্টাব্দের ২৭ মার্চে এই গ্যালাক্সিটি আবিষ্কার করেন Pierre Méchain। এই গ্যালক্সিতে ২০১১ খ্রিষ্টাব্দের ২৪ আগষ্টে একটি SN 2011fe নামক অতিনবতারা আবিষ্কৃত হয়েছে। এর ব্যাস ১,৭০,০০০ আলোকবর্ষ।
               
  বিষুবাংশ (RA) : ১৪ ঘ ০৩ মি, ২সেকেন্ড
                  বিষুবলম্ব
(Dec) : +৫৪২১ মি


সূত্র : http://messier.seds.org/
       http://www.perezmedia.net/beltofvenus/archives/galaxy.html
        http://en.wikipedia.org/wiki/Pinwheel_Galaxy