এম৮১
ঊর্ধ্বক্রমবাচকতা
{
|
নক্ষত্রমণ্ডল |
প্রাকৃতিক লক্ষ্যবস্তু
|
সমগ্র |
দৈহিক লক্ষ্যবস্তু
|
দৈহিক
সত্তা
|
সত্তা
|}
সপ্তর্ষিমণ্ডল-এর
একটি কুণ্ডলিত
গ্যালাক্সি।
এর অন্যান্য নাম -
Messier 81,
NGC 3031 or Bode's Galaxy।
১৭৭৪ খ্রিষ্টাব্দের ৩১শে ডিসেম্বর তারিখে এম৮২
গ্যালাক্সির সাথে এই
গ্যালাক্সিটি
আবিষ্কার করেছিলেন Johann
Elert Bode। পৃথিবী
থেকে এর দূরত্ব প্রায় ১,২০,০০,০০০ আলোকবর্ষ। অন্যান্য ৩৪টি
গ্যালাক্সির সমন্বয়ে এই গ্যালাক্সিটি একটি বিশালাকার
স্থানীয় দল (local
group)
গঠন করেছে। জ্যোতির্বিজ্ঞানীরা এই
স্থানীয় দলকে
এম৮১ নামেই চিহ্নিত করে থাকেন।
আলফা
সপ্তর্ষিমণ্ডলের ১০ ডিগ্রি উত্তর-পশ্চিম দিকে এই
গ্যালাক্সিটি
দেখা যায়। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ১,২০,০০,০০০ আলোকবর্ষ।
বিষুবাংশ (RA)
:
০৯ ঘ ৫৫.৬ মি
বিষুবলম্ব (Dec)
: ৬৯০০৪ মি
এই
গ্যালাক্সির
মহাকাশীয় ধূলিকণা থেকে অবলোহিত রশ্মি নিষ্ক্রমণ হয়ে থাকে। এর কুণ্ডলিত বাহু থেকে এই
রশ্মির অস্তিত্ব পাওয়া যায়। ধারণা করা হয়, এই কুণ্ডলিত বাহুতে নক্ষত্র তৈরির
প্রক্রিয়া অব্যাহত আছে। এই
গ্যালাক্সিতে
একমাত্র অতিনবতারা (supernova)
শনাক্ত করা গেছে। এর নাম SN
1993J। এই নবতারাটি
১৯৯৩ সালের ২৮ মার্চে জ্যোতির্বিজ্ঞানীএফ গার্সিয়া আবিষ্কার করেছিলেন।
একটি দানব তারার বিস্ফোরণের
মাধ্যমে নবতারটি জন্মলাভ করেছিল। এই নবতারা থেকে উৎপন্ন শক্তিশালী হাইড্রোজেন
বর্ণালী রেখা দেখা যায়। কিন্তু পরে এই হাইড্রোজেন বর্ণালী রেখা নিষ্প্রভ হয়ে
হিলিয়াম বর্ণালী রেখার আবির্ভাব হয়েছে। এই অতিনবতারাটি
IIb
প্রকৃতির।
ধারণা করা হয় এই গ্যালাক্সিটিতে সামান্য কৃষ্ণবস্তু রয়েছে।
সূত্র :
http://messier.seds.org/
http://www.perezmedia.net/beltofvenus/archives/galaxy.html
http://en.wikipedia.org/wiki/Pinwheel_Galaxy