এম৮২
ঊর্ধ্বক্রমবাচকতা
{
|
নক্ষত্রমণ্ডল |
প্রাকৃতিক লক্ষ্যবস্তু
|
সমগ্র |
দৈহিক লক্ষ্যবস্তু
|
দৈহিক
সত্তা
|
সত্তা
|}
সপ্তর্ষিমণ্ডল-এর
একটি অনিয়মিত
গ্যালাক্সি।
এর অন্যান্য নাম -Messier
82, NGC 3034, Cigar Galaxy।
১৭৭৪ খ্রিষ্টাব্দের ৩১শে ডিসেম্বর তারিখে এম৮১ গ্যালাক্সির সাথে এই গ্যালাক্সিটি
আবিষ্কার করেছিলেন Johann
Elert Bode।
বিষুবাংশ (RA)
:
৯ ঘ ৫৫.৯ মি
বিষুবলম্ব (Dec)
: ৬৯০৪১ মি
পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ১,২০,০০,০০০ আলোকবর্ষ। এটি একটি নক্ষত্র উৎপাদক
গ্যালাক্সি (starburst galaxy)।
প্রায় ১০,০০,০০,০০০ বৎসর আগে এই গ্যালাক্সিটি উদ্ভব ঘটেছিল। ২০০৫ খ্রিষ্টাব্দে হাবল
টেলিস্কোপের মাধ্যমে এই গ্যালাক্সির নক্ষত্র উৎপাদক অংশের কেন্দ্রীয় অঞ্চলে ১৯৭টি
সদ্যজাত নক্ষত্রগুচ্ছ শনাক্ত করেছিল।
এই গ্যালাক্সি দেখতে চুরুটের মতো লম্বা। এর অভ্যন্তরে উৎপন্ন নক্ষত্ররাজি এবং
উৎপন্ন প্রক্রিয়াধীন নক্ষত্রের প্রভাবে এই গ্যালাক্সিটি রয়েছে প্রচুর মহাকাশীয়
ধূলিকণা। এই ধূলিকণা গ্যালাক্সির বহির্মণ্ডলকে আচ্ছন্ন করে রেখেছে। গ্যালাক্সির
নক্ষত্রসমূহ থেকে আগত আলোর প্রভাবে এই ধূলিকণা আকাশে উজ্জ্বল মেঘের মতো দেখায়। এর
ধূলীকণা এবং প্লাজমা দুটো কৌণিক আধারের মতো দুই পাশকে বিস্তৃত করে রেখেছে। ধারণা
করা হয়, এই দুই আধারের মধ্যভাগটিই হলো এর কেন্দ্রীয় অঞ্চল।
এম৮৬
ঊর্ধ্বক্রমবাচকতা
{
|
নক্ষত্রমণ্ডল |
প্রাকৃতিক লক্ষ্যবস্তু
|
সমগ্র |
দৈহিক লক্ষ্যবস্তু
|
দৈহিক
সত্তা
|
সত্তা
|}
কন্যা রাশির একটি
লেন্সধর্মী গ্যালাক্সি (lenticular
galaxy)। এর
অন্যান্য নাম -Messier
86, NGC
4406, Cigar Galaxy।
১৭৮১ খ্রিষ্টাব্দে Charles
Messier এই
গ্যালাক্সি আবিষ্কার
করেন।
কন্যা রাশির
নক্ষত্র
ক্লাস্টার-এর ভিতরে
দেখা যায়। এর সহযোগী অন্য একটি
লেন্সধর্মী গ্যালাক্সি
এম৮৪। ধারণা করা
হয় এম ৮৭ এবং এম৮৬
গ্যালাক্সি পরস্পরকে
কেন্দ্র করে আবর্তিত হয়।
কন্যা রাশির একটি বৃহদাকার উপবৃত্তাকার গ্যালাক্সি। এর অন্যান্য নাম -Messier 87 , Virgo A, NGC 4486। ১৭৮১ খ্রিষ্টাব্দে Charles Messier এই গ্যালাক্সি আবিষ্কার করেন। কন্যা রাশির প্রান্তীয় অংশে অবস্থিত। এর নিকটবর্তী নক্ষত্রমণ্ডলটি হলো- কোমা বারেনিসিসস (Coma Berenicies)। এই গ্যালাক্সিটি মূলত কন্যা নক্ষত্র ক্লাস্টার-এর ভিতরে দেখা যায়। এই নক্ষত্র ক্লাস্টারের সদস্য সংখ্যা প্রায় ২০০০। ধারণা করা হয় এম ৮৭ এবং এম৮৬ গ্যালাক্সি পরস্পরকে কেন্দ্র করে আবর্তিত হয়।
এই
গ্যালাক্সিটি পৃথিবী
থেকে প্রায় ৫,৩৫,০০,০০০
আলোকবর্ষ দূরে অবস্থিত। এটি একটি ভিন্ন ধরনের চাকতি আকারের কুণ্ডলিত
গ্যালাক্সি। এর
কেন্দ্রাঞ্চলে রয়েছে বিশাল একটি কৃষ্ণগহ্বর।
বিষুবাংশ (RA)
:
১২
ঘ ২০ মিনিট,
বিষুবলম্ব (Dec)
: +১২০২৩ মি
এম১০২
ঊর্ধ্বক্রমবাচকতা
{
|
নক্ষত্রমণ্ডল |
প্রাকৃতিক লক্ষ্যবস্তু
|
সমগ্র |
দৈহিক লক্ষ্যবস্তু
|
দৈহিক
সত্তা
|
সত্তা
|}
সূত্র :
http://messier.seds.org/
http://www.perezmedia.net/beltofvenus/archives/galaxy.html
http://en.wikipedia.org/wiki/Pinwheel_Galaxy