পুলস্ত্য
(নক্ষত্র)
ইংরেজি :
Phad
বা
Phecda।
জ্যোতির্বিজ্ঞানের নাম:
Gamma Ursae Majoris
(Gamma UMa,
γ Ursae Majoris,
γ UMa)
সপ্তর্ষিমণ্ডল (Ursa Major) নামক নক্ষত্রমণ্ডল-এর একটি নক্ষত্র। এটি সপ্তর্ষিমণ্ডল-এর আয়তাকার অংশের প্রান্তীয় নক্ষত্র। ধারণা করা হয় এই নক্ষত্রটি ৩০ কোটি বৎসর।
বিষুবাংশ
(RA)
: ১১ ঘণ্টা ৫৩ মিনিট ৪৯.৮৪৭৩২ সেকেন্ড
বিষুবলম্ব (Dec)
: +৫৩ ডিগ্রি ৪১ মিনিট ৪১.১৩৫০ সেকেন্ড।
পাশ্চাত্য Phecda নামটি গ্রহণ করা হয়েছে আরবি فخذ الدب (ফাখদোল আবে) থেকে। ভারতীয় জ্যোতির্বিজ্ঞানে, ভারতীয় পৌরাণিক ঋষি পুলস্ত্য-র নামনুসারে এই নক্ষত্রের নামকরণ করা হয়েছে।
পৃথিবী থেকে এই নক্ষত্র-এর দূরত্ব প্রায় ৮৩.২ আলোকবর্ষ। এর ভর সূর্যের ২.৬২গুণ এবং ব্যাস সূর্যের ৩.০৪ গুণ। এটি A0 Ve ধরনের প্রধান ধারার নক্ষত্র। এর উপরিতলের তাপমাত্রা ৯৩৫৫ কেলভিন। উপরিতলের মাধ্যাকর্ষণ ৩.৭৯ সিজিএস। আবর্তন গতি ১৭৬ কিমি/সেকেন্ড।
সূত্র :