গ্রাইপানিয়া
Grypania
বৈজ্ঞানিক নাম-   Grypania spiralis, Walter, Oehler & Oehler, 1976

পৃথিবীর জীবজগতের ক্রমবিবর্তনের ধারায় গ্রাইপানিয়াকে আদি শৈবাল হিসাবে বিবেচনা করা হয়। এর বৈজ্ঞানিক নাম Grypania spiralis

১৯৭৬ খ্রিষ্টাব্দে এই শৈবালের নামকরণ করেছিলেন
Walter, Oehler & Oehler এই শৈবালের জীবাশ্ম পাওয়া গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিগান অঞ্চলে। প্রাপ্ত জীবাশ্মটি ছিল ২১০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের । এই জীবাশ্মের বিচারে বলা যায়, জীবাশ্ম হিসাবে প্রাপ্ত এই শৈবাল পৃথিবীর প্রাচীন সাগরের জলে ভেসে বেড়াত ২১০ কোটি থেকে ১৬০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে।
 
এই শৈবালের কোষ পরীক্ষা করে দেখা গেছে, এতে সু-প্রাণকেন্দ্রীয় কোষ  রয়েছে। বিজ্ঞানীরা মনে করেন, প্রোটেরোজোইক কালের প্যালেপ্রোটারোজোয়িক যুগ (২৫০-১৬০ কোটি খ্রিষ্টপূর্বাব্দ)
যুগে আদি সমুদ্রে আদি জীবকোষের বিকাশ ঘটেছিল। এবং এই সূত্রে এই শৈবালের আবির্ভাব ঘটেছিল এবং প্রায় ২৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে। পরে এরা ধীরে জলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল।