ক্রোমোজোম
Chromosome
ক্রোমোজোম হলো কোষের নিউক্লিয়াসে অবস্থিত
ডিএনএ
ও হিস্টোন প্রোটিনের গঠিত সুতা-জাতীয় গাঠনিক একক, যা জীন বহন করে এবং বংশগতির মৌলিক ভিত্তি।
গ্রিক শব্দ
chroma
(রং) +
soma
(দেহ) থেকে নাম হয়েছে। কারণ রঞ্জক পদার্থে এরা সহজে রঞ্জিত হয়।
গঠন
- এর মূল উপাদান
ডিএনএ
ও হিস্টোন প্রোটিন
-
ডিএনএ
হিস্টোন প্রোটিনের চারদিকে পেঁচিয়ে নিউক্লিওসোম তৈরি করে
- মাইটোসিসের মেটাফেজে সবচেয়ে সংকুচিত ও দৃশ্যমান হয়
- প্রতিটি ক্রোমোজমে থাকে-
- সেন্ট্রোমিয়ার (কাইনেটোকোর থাকে, স্পিন্ডল ফাইবার যুক্ত হয়)
- টেলোমিয়ার (ক্রোমোজোমের প্রান্ত, টেলোমেরেজ এনজাইম দ্বারা রক্ষিত)
- দুটি ক্রোমাটিড (বোন ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার দিয়ে যুক্ত)
আকৃতি অনুসারে প্রকারভেদ
- মেটাসেন্ট্রিক সেন্ট্রোমিয়ার মাঝখানে (ভি আকৃতি)
- সাবমেটাসেন্ট্রিক সেন্ট্রোমিয়ার সামান্য একপাশে (এল
আকৃতি)
- অ্যাক্রোসেন্ট্রিক সেন্ট্রোমিয়ার প্রায় শেষ প্রান্তে
(লাঠি আকৃতি)
- টেলোসেন্ট্রিক সেন্ট্রোমিয়ার একদম প্রান্তে (শুধু
ইঁদুর ইত্যাদিতে)
আকৃতি অনুসারে প্রকারভেদ
- অটোজোম শারীরিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে
- লিঙ্গ ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণ করে
- বি ক্রোমোজোম কিছু উদ্ভিদ ও প্রাণীতে অতিরিক্ত থাকে, কোনো জিন বহন করে না
সূত্র :
১. বাংলা একাডেমী বিজ্ঞান বিশ্বকোষ। প্রথম খণ্ড।
২.
http://en.wikipedia.org/wiki/Eumetazoa