ক্রোমোজোম
Chromosome

ক্রোমোজোম হলো কোষের নিউক্লিয়াসে অবস্থিত ডিএনএ ও হিস্টোন প্রোটিনের গঠিত সুতা-জাতীয় গাঠনিক একক, যা জীন বহন করে এবং বংশগতির মৌলিক ভিত্তি। গ্রিক শব্দ chroma (রং) + soma (দেহ) থেকে নাম হয়েছে। কারণ রঞ্জক পদার্থে এরা সহজে রঞ্জিত হয়।

গঠন আকৃতি অনুসারে প্রকারভেদ আকৃতি অনুসারে প্রকারভেদ

সূত্র :
১. বাংলা একাডেমী বিজ্ঞান বিশ্বকোষ।
প্রথম খণ্ড।
২.
http://en.wikipedia.org/wiki/Eumetazoa