হিস্টোন প্রোটিন
Histone Protein
হিস্টোন হলো
সু-প্রাণকেন্দ্রীয় কোষের ক্রোমোজোমে থাকা ক্ষুদ্রাকৃতির, ক্ষারীয় প্রোটিন। এরা
ডিএনএ -কে সুন্দরভাবে গুটিয়ে ক্রোমোজোমের গঠন তৈরি করে এবং জিনের প্রকাশ নিয়ন্ত্রণ করে।
উল্লেখ্য প্রোক্যারিয়োটে (ব্যাকটেরিয়া) হিস্টোন থাকে না।
হিস্টোন প্রোটিনের প্রকার ভেদ
হিস্টোন প্রোটিন ৫ প্রকার ।
এগুলো হলো- (H1):
নিউক্লিওসোমের মাঝে সংযোগ রাখে, ডিএনএ-কে আরও শক্তভাবে গুটিয়ে ৩০
ন্যনোমিটার ফাইবার তৈরি করে।ৱ
লিঙ্কার হিস্টোন
(H2A):
নিউক্লিওসোমের মূল অংশ
লিঙ্কার হিস্টোন
(H2B):
নিউক্লিওসোমের মূল অংশ
লিঙ্কার হিস্টোন
(H3):
অত্যন্ত সংরক্ষিত (সব
সু-প্রাণকেন্দ্রীয় কোষে প্রায় একই)
লিঙ্কার হিস্টোন
(H4):
সবচেয়ে সংরক্ষিত প্রোটিন (মানুষ ও মটর গাছে শুধু ২টি অ্যামাইনো অ্যাসিডের পার্থক্য!)
নিউক্লিওসোমে হিস্টোনের ভূমিকা
- ৮টি হিস্টোন প্রোটিন
(H2A, H2B, H3, H4
প্রতিটি ২টি করে) মিলে একটি অক্টামার তৈরি করে।
এই অক্টামারের চারদিকে
ডিএনএ ১.৬৫ বার পেঁচিয়ে থাকে (প্রায় ১৪৭
বেস-জোড়া ডিএনএ)।
দুটি নিউক্লিওসোমের মাঝে লিঙ্কার ডিএনএ থাকে, এর সঙ্গে
H1
হিস্টোন যুক্ত হয়। এর ফলে ডিএনএ ৭ গুণ সংকুচিত হয়।
সূত্র :
১. বাংলা একাডেমী বিজ্ঞান বিশ্বকোষ। প্রথম খণ্ড।
২.
http://en.wikipedia.org/wiki/Eumetazoa