উপপত্র
ইংরেজি
stipule।
কোনো 
পাতার পত্রমূলের সাথে ক্ষুদ্রাকার পাতা দেখা যায়। 
এদেরকে বলা হয় উপপত্র। প্রকৃতি অনুসারে উপপত্রকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। এই ভাগ 
চারটি হলো—
|  |  | 
| মুক্তপার্শ্বীয় উপপত্র | বৃন্তলগ্ন উপপত্র | 
	মুক্তপার্শ্বীয় উপপত্র 
	(free 
	laterall
	stipule)
	 মূল পাতার 
	পত্রমূল থেকে দুটি পৃথক ছোটো আকারের সবুজ পাতা জন্মে। এই পাতাগুলো কাণ্ড বা 
	পত্রবৃন্তের সাথে যুক্ত থাকে না।  
	
	জবা 
	গাছের পাতার পত্রমূলে এই জাতীয় উপপত্র দেখা যায়। 
 
	বৃন্তলগ্ন উপপত্র 
	(Adnate
	stipule)
	 এই জাতীয় 
	উপপত্র পত্রমূলের দুই পাশ থেকে উৎপন্ন হয় এবং উপপত্র দুটি পত্রবৃন্তের সাথে 
	সংলগ্ন থেকে কিছুদূর পর্যন্ত বৃদ্ধি পেয়ে পরে বিযুক্ত হয়। এই বিযুক্ত অংশ পাতার 
	মতো দেখায়। এই জাতীয় উপপত্র দেখা যায় গোলাপ গাছের পাতার পত্রবৃন্তে।
 
|  |  | 
| আন্তঃবৃন্তক উপপত্র | কাণ্ডবেষ্টক উপপত্র | 
	আন্তঃবৃন্তক উপপত্র 
	(Inter 
	petiolar
	stipule)
	 অভিমুখ 
	পত্রবিন্যাসযুক্ত উদ্ভিদের দুই পাতার পত্রবৃন্তের মাঝ-বরাবর উভয় পার্শ্ব জুড়ে 
	যে উপপত্র দেখা যায়, তাকে আন্তঃবৃন্তক উপপত্র বলা হয়। রঙনের পত্রবিন্যাসে এই 
	উপপত্র দেখা যায়।
 
	কাণ্ডবেষ্টক উপপত্র 
	(ochreate
	stipule)
	 একান্তর 
	পত্রসজ্জাযুক্ত  উদ্ভিদের উপপত্র দুটি পরস্পরের সাথে যুক্ত হয়ে ফাঁপা 
	নলাকার রূপ ধারণ করে। এই জাতীয় উপপত্র দেখা যায় মরিচ গাছে।
সূত্র :
ব্যবহারিক জীববিজ্ঞান/গাজী আজমল ও গাজী আসমত। গাজী পাবলিশার্স