পাতার সাথে
সম্পর্কিত বিষয়ের সূচি |
পাতা
ইংরেজি
leaf।
সমার্থক বাংলা শব্দ :
পত্র, পাতা।
ভাস্কুলার
উদ্ভিদের অঙ্গ। সবুজ উদ্ভিদ পাতার সাহায্যে সূর্যালোক,
কার্বন-ডাই-অক্সাইড
এবং
পানির
সাহায্যে শর্করা জাতীয়
খাদ্য প্রস্তুত করে এবং বাতাসে
অক্সিজেন ত্যাগ
করে। সাধারণভাবে গাছের পাতা পাতলা পাতের মতো এবং উদ্ভিদের কাণ্ডের সাথে যুক্ত থাকে।
তবে সকল উদ্ভিদের পাতা একই আকারে বা একইভাবে থাকে না।
একটি
আদর্শ পাতার তিনটি অংশ থাকে। এই তিনটি অংশ হলো পত্রমূল
(base),
পত্রবৃন্ত (petiole)
ও পত্রফলক
(lamina)।
পত্রফলকের শিরাবিন্যাস
(venation)
-এর প্রকৃতি অনুসারে পাতাকে বিভিন্ন
ভাগে ভাগ করা হয়।
পত্রমূল আর পত্রবৃন্ত হলো পাতার ধারক এবং বাহক। পত্রফলককেই মূলত পাতা বলা
হয়। কোনো পাতার পত্রমূলের সাথে ক্ষুদ্রাকার পাতা দেখা যায়।
এদেরকে বলা হয় উপপত্র (stipule)।
কোনো কোনো উদ্ভিদের পত্রফলকের
প্রান্তদেশ কর্তিত হয়ে মধ্যশিরা পর্যন্ত পোঁছায়। ফলে পত্রফলক ক্ষুদ্র ক্ষুদ্র পাতার
মতো দেখায়। এই পত্রফলকগুলোকে পত্রক (leaflet)
বলা হয়। পত্রকগুলো নানারকম বিন্যাসে
পত্রদণ্ডের উপর বিন্যস্ত থাকে এবং যৌগিক পত্রের সৃষ্টি করে। একে বলা হয়
পত্রকবিন্যাস।
আর একক
পত্রকে বলা হয়
সরল
পাতা।
উদ্ভিদের সরল পাতাগুলো
কাণ্ডের সাথে
যৌগিক পাতা র পত্রকগুলো পত্রকাণ্ডের
সাথে বিভিন্ন রীতিতে বিন্যস্ত থাকে। এই বিন্যাসকে বলা হয়
পত্রবিন্যাস
(phylotaxy)।
পত্রফলকের
শিরাবিন্যাসের
-এর প্রকৃতি ছাড়াও বাহ্যিকভাবে কেমন দেখা যায়, তার উপর ভিত্তি পাতার প্রকৃতি
নির্ধারিত হয়। প্রাথমিকভাবে পত্রফলকের প্রকৃতিকে দুটি ভাগে ভাগ করা হয়।
দেখুন:
পত্রফলকের আকারগত
প্রকৃতির বিচারে পাতা
সূত্র :
ব্যবহারিক জীববিজ্ঞান/গাজী আজমল ও গাজী আসমত। গাজী পাবলিশার্স