ডিম্বনালী (মানবদেহ)
ইংরেজি : Fallopian tube

স্তন্যপায়ী প্রাণীর  প্রাইমেট বর্গের প্রাণীকূলের, স্ত্রীপ্রজনন তন্ত্রের একটি অন্যতম অঙ্গ।

স্ত্রী প্রজনন তন্ত্রের একটি অংশ। জরায়ু'র উপরের দিকের উভয় পার্শ্ব থেকে দুটি নালী ডিম্বাশয় পর্যন্ত বিস্তৃত থাকে। এই নালী দুটিকে ডিম্বনালী বলা হয়। এদের প্রতিটি লম্বায় প্রায় ১০ সেন্টিমিটার হয়। এর একপ্রান্ত জরায়ুর সাথে যুক্ত থাকে। অপর প্রান্ত ডিম্বাশয়ের সাথে যুক্ত থাকে। এই নালী ডিম্বাশয়র যেখানে যুক্ত হয়, সেখানে অঙ্গুলী-আকৃতির অভিক্ষেপ সৃষ্টি করে। এর ভিতরে বড় অভিক্ষেপটি ডিম্বাশয় সাথে যুক্ত থাকে। এই অভিক্ষেপকে বলা হয় Overian fimbriae

সঙ্গমের পর পুরুষের বীর্য যোনি পথ ধরে জরায়ুতে প্রবেশ করে, এরপর ডিম্বনালীতে অবস্থিত ডিম্বাণুর সাথে মিলিত হয়। শুক্রাণু দ্বারা ডিম্বাণু নিষিক্ত হয়ে ভ্রুণের আদি দশায় পৌঁছে। এরপর নিষিক্ত ডিম্বাণু জরায়ুতে প্রবেশ করে। এই অবস্থাকে নারীর গর্ভ-সঞ্চার কাল ধরা হয়।