Kingdom:
প্রাণিজগৎ |
এ্যালোসেবাস
ইংরেজি :
Allocebus
এটি প্রাইমেট বর্গের প্রাণীকূলের একটি গণ বিশেষ।
এটি
প্রাইমেট বর্গের প্রাণীকূলের একটি গণ বিশেষ। ১৯৬৭ সালে এই গণের নামকরণ করেছিলেন -
Petter-Rousseaux
এবং
Petter
এর শ্রেণীগত যে বিন্যাস নির্ধারণ করেছিলেন। পাশের ছকে এই বিন্যাস
দেখানো হয়েছে।
এর একটি মাত্র প্রজাতির সন্ধান পাওয়া গেছে। এর চলতি নাম- পশমি-কানের বামন লেমুর
hairy-eared dwarf lemur।
এর বৈজ্ঞানিক নাম
Allocebus
trichotis
।
সূত্র :
http://www.animalinfo.org
http://www.arkive.org/
http://www.primate-sg.org/
http://www.omahazoo.com/