Kingdom: প্রাণিজগৎ
Phylum:
কর্ডাটা
Class:
স্তন্যপায়ী
Suborder:
স্ট্রেপ্সির্‌হৃনি
Subclass: Theria
Order:
প্রাইমেট
Infraorder:
লেমুরিফর্মস
Superfamily: 
চেইরোগ্যালেয়োইডেয়া
Family:  
চেইরোগ্যালেয়োইডি
Genus:
মাইক্রোসেবাস

বাদামী মুষিক লেমুর
(Brown
Mouse Lemur)

ঊর্ধ্বক্রমবাচকতা {| লেমুর | প্রাইমেট | স্তন্যপায়ী | মেরুদণ্ডী | কর্ডাটা | প্রাণী | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}

এর বৈজ্ঞানিক নাম Microcebus rufus।  ১৯৩৪ সালে এর নামকরণ করেন ফরাসী বিজ্ঞানী জিওফ্রয় (Étienne Geoffroy Saint-Hilaire)

এই প্রজাতির লেমুর পাওয়া যায় মাদাগাস্কারের পূর্ব-উপকুলীয় জঙ্গলাকীর্ণ অঞ্চলে। এদের শরীরের উপরিভাগ লালচে বাদামী, কিন্তু পেটের নিচের দিকে ঈষৎ বাদামী।

এই লেমুরগুলো সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের ভিতর যৌন-মিলনে অংশগ্রহণ করে। প্রায় ৬১ দিন গর্ভধারণের পর স্ত্রী-লেমুর ১ থেকে ৩টি পর্যন্ত বাচ্চা প্রসব করে। সাধারণত দেখা যায় যে
, এরা বৎসরে অন্তত দুই বার এইভাবে প্রজনন করতে সক্ষম হয়। প্রায় তিন মাসের ভিতর বাচ্চারা মাতৃস্তন-ত্যাগ করে।

এরা বৃক্ষচারী এবং নিশাচর। চার হাত-পায়ের সাহায্যে এরা দ্রুত উঁচু গাছে উঠতে পারে। ফলে এরা উঁচু উঁচু গাছ আছে, এমন বনভূমিতে স্বছন্দে বসবাস করতে পারে।

এদের প্রধান খাদ্য কচি পাতা
, ফল, ফুল ও ফুলের রেণু। তবে প্রয়োজনে এরা পতঙ্গ আহার করে। কখনো কখনো এদেরকে মাকড়সা ধরে খেতে দেখা যায়।  অধিকাংশ ক্ষেত্রে এরা গাছে বিচরণকালেই এই সব খাদ্য গ্রহণ করে থাকে। নিতান্তই খাদ্যের অভাব না হলে এরা খাবারের জন্য মাটিতে নামে না।