Kingdom: প্রাণিজগৎ
Phylum:
কর্ডাটা
Class:
স্তন্যপায়ী
Suborder:
স্ট্রেপ্সির্‌হৃনি
Subclass: Theria
Order:
প্রাইমেট
Infraorder:
লেমুরিফর্মস
Superfamily: 
চেইরোগ্যালেয়োইডেয়া
Family:  
চেইরোগ্যালেয়োইডি
Genus:
মাইক্রোসেবাস

মাইক্রোসেবাস
ইংরেজি :
Microcebus

এটি প্রাইমেট বর্গের প্রাণীকূলের একটি গণ বিশেষ। ১৭৭৭ সালে এই গণের একটি প্রজাতিকে
J. F. Miller নামকরণ করেছিলেন Lemur murinus। এই সময় এই গণের নাম রাখা হয়েছিল-Lemur। এই সূত্রে ১৭৯৫ সালে, E. Geoffroy এর অপর একটি প্রজাতির নামকরণ করেন Lemur pusillus। ১৮২৮ সালে E. Geoffroy এই গণের নাম রাখেন মাইক্রোসেবাস। এই সময় থেকে এর শ্রেণীগত যে বিন্যাস নির্ধারণ করা হয়েছে, তা হলো

এই গণের লেমুরগুলোর সাধারণ পরিচয় হলো- মুষিক লেমুর বা ইঁদুর লেমুর। কারণ এই গণের অধিকাংশ লেমুরের আকৃতি ইঁদুরের মতো। এই কারণে মুষিক লেমুর হিসাবে মাইক্রোসেবাস গণের সকল প্রজাতিগুলো নিয়ে আলোচনা করা হলো। এই গণের এই প্রজাতিগুলো হলো


সূত্র :
http://www.animalinfo.org
http://www.arkive.org/
http://www.primate-sg.org/
http://www.omahazoo.com/