Kingdom:
প্রাণিজগৎ |
ক্লেয়ার মুষিক
লেমুর
(Claire’s
Mouse Lemur)
ঊর্ধ্বক্রমবাচকতা {|
লেমুর
|
প্রাইমেট
|
স্তন্যপায়ী
|
মেরুদণ্ডী
|
কর্ডাটা
|
প্রাণী
|
জীবসত্তা |
জীবন্তবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু
|
দৈহিক সত্তা
|
সত্তা
|}
এর বৈজ্ঞানিক নাম― Microcebus mamiratra।
২০০৬ সালে এর নামকরণ করেন― অন্দ্রিয়ান্তোম্পোহাভানা (Andriantompohavana)। মাদাগাস্কারের নোসি বে (Nosy Bé) দ্বীপে এই প্রজাতির লেমুর বসবাস করে। এর প্রজাতিগত নাম― mamiratra গ্রহণ করা হয়েছে মালাগাসি ভাষা থাকে। এর অর্থ হলো― পরিষ্কার এবং উজ্জ্বল।
এই প্রজাতির লেমুরগুলো গড় ওজন ৬০ গ্রাম। এর দেহের উপরের অংশের রঙ লালচে ধূসর। তবে পিঠের মাঝখানের রঙ অপেক্ষাকৃত ঘন। এর লেজের রঙও লালচে ধূসর, কিন্তু পেটের রঙ ক্রিম-সাদা।