Kingdom:
প্রাণিজগৎ |
স্যাম্ব্রিরয়ানো মুষিক লেমুর
Sambirano Mouse Lemur
বৈজ্ঞানিক নাম
Microcebus sambiranensis
ঊর্ধ্বক্রমবাচকতা {| লেমুর | প্রাইমেট | স্তন্যপায়ী | মেরুদণ্ডী | কর্ডাটা | প্রাণী | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
২০০০
সালে এর নামকরণ করেছিলেন
Rasoloarison, Goodman এবং
Ganzhorn।
এরা উত্তর-পশ্চিম মাদাগাস্কারের অঙ্কারানা স্পেশাল রিজার্ভ অঞ্চলে বসবাস বসবাস করে।
এদের পিঠের দিকে লালচে বাদামী রঙের হয়ে থাকে। মুখমণ্ডলের রঙ অপেক্ষাকৃত গাঢ় বাদামী।
এরা নিশাচর এবং বৃক্ষচারী।