Kingdom:
প্রাণিজগৎ |
ধূসর
মুষিক লেমুর
(Gray
Mouse Lemur)
ঊর্ধ্বক্রমবাচকতা {| লেমুর | প্রাইমেট | স্তন্যপায়ী | মেরুদণ্ডী | কর্ডাটা | প্রাণী | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
এর বৈজ্ঞানিক নাম― Microcebus murinus। ১৭৭৭ সালে এর নামকরণ করেন J. F. Miller।
এই প্রজাতির লেমুর পাওয়া যায় মাদাগাস্কারের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম উপকূলীয় বনাঞ্চলে। প্রাইমেট বর্গের সবচেয়ে ছোট প্রজাতি হিসাবে এই লেমুরকে বিবেচনা করা হয়ে থাকে। এদের দৈর্ঘ্য ১০-১৪ সেন্টিমিটার এবং লেজের দৈর্ঘ্য ১০-১৫ সেন্টিমিটার। এদের সর্বোচ্চ ওজন হয়ে থাকে মাত্র ৯০ গ্রাম।
এদের মাথা এবং পিঠের দিকের রঙ হয়ে থাকে ধূসর বর্ণের এবং পেটের নিচের রঙ হয়ে থাকে সাদা। এরা মূলত বৃক্ষচারী এবং নিশাচর। আকারে ছোট হওয়ার কারণে, এরা সহজেই প্যাঁচার শিকারে পরিণত হয়। জঙ্গলে এরা একাকী ঘুরে বেড়ালেও, দলবদ্ধ হয়ে ঘুমায়। এদের প্রধান খাদ্য পতঙ্গ। এ ছাড়া এরা ফল, ফুল, পাতা, গাছের রস ইত্যাদিও আহার করে থাকে। স্ত্রী-লেমুর ৫৪-৬৮ দিন গর্ভধারণের পর দুই থেকে চারটি বাচ্চা প্রসব করে থাকে। এদের গড় আয়ু ১৫ বৎসর।