Kingdom: প্রাণিজগৎ
Phylum:
কর্ডাটা
Class:
স্তন্যপায়ী
Suborder:
স্ট্রেপ্সির্‌হৃনি
Subclass: Theria
Order:
প্রাইমেট
Infraorder:
লেমুরিফর্মস
Superfamily: 
চেইরোগ্যালেয়োইডেয়া
Family:  
চেইরোগ্যালেয়োইডি
Genus:
মাইক্রোসেবাস

সাইমন্স মুষিক লেমুর
(Simmons Mouse Lemur)

ঊর্ধ্বক্রমবাচকতা {| লেমুর | প্রাইমেট | স্তন্যপায়ী | মেরুদণ্ডী | কর্ডাটা | প্রাণী | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}

এর বৈজ্ঞানিক নাম Microcebus  simmonsi। ড. লী সাইমন্স (Dr. Lee Simmons) নামানুসারে এই লেমুরটির নামকরণ করা হয়েছে।  ২০০৬ খ্রিষ্টাব্দের ২১ জুন তারিখে আনুষ্ঠানিকভাবে এই লেমুর আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে।

মাদাগাস্কারের বেটামপোনা বিশেষ সংরক্ষিত বনাঞ্চলে এবং জাহামেনা জাতীয় পার্কে এদের দেখা যায়।  পূর্ব-মাদাস্কারের সকল মুষিক লেমুরের ভিতরের এদের আকার সবচেয়ে বড়। এদের শরীর ঘন লালচে এবং কমলা-বাদামী রঙের পশমে আবৃত। পিঠের দিকে কালো ডোরা লক্ষ্য করা যায়। পেটের দিকের পশমের রঙ ধূসরাভ সাদা। এরা নিশাচর এবং বৃক্ষচারী।