Kingdom (রাজ্য) : | Animalia প্রাণিজগৎ |
Infraclass (ক্ষুদ্রশ্রেণী) : | Eutheria |
Phylum (পর্ব) : | Chordata কর্ডাটা |
Order (বর্গ) : | Primates প্রাইমেট |
Class (শ্রেণী) : | Mammalia |
Suborder (উপবর্গ) : | Strepsirrhini স্ট্রেপ্সির্হৃনি |
Subclass (উপশ্রেণী) : | Theria |
Infraorder (ক্ষুদ্রবর্গ) : | Lemuriformes লেমুরিফর্মস |
Superfamily (অধিগোত্র) : | Cheirogaleoidea চেইরোগ্যালেয়োইডেয়া |
Family (গোত্র): | Cheirogaleidae চেইরোগ্যালেয়োইডি |
Genus (গণ): | Microcebus মাইক্রোসেবাস |
উত্তারঞ্চলীয়
মুষিক লেমুর
(Northern
Mouse Lemur)
ঊর্ধ্বক্রমবাচকতা {|
লেমুর
|
প্রাইমেট
|
স্তন্যপায়ী
|
মেরুদণ্ডী
|
কর্ডাটা
|
প্রাণী
|
জীবসত্তা |
জীবন্তবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু
|
দৈহিক সত্তা
|
সত্তা
|}
এর বৈজ্ঞানিক নাম- Microcebus tavaratra।
২০০০ সালে এর নামকরণ করেছিলেন Rasoloarison, Goodman এবং Ganzhorn। এরা উত্তর-পশ্চিম মাদাগাস্কারের অঙ্কারানা স্পেশাল রিজার্ভ অঞ্চলে বসবাস বসবাস করে। এদের শরীরের দিকে বিবিধ মিশ্র রঙের হয়ে থাকে। এরা নিশাচর এবং বৃক্ষচারী। ২০০০ সালের আগে এদের সম্পর্কে কোন ধারণা করা যায় নাই। বর্তমানে এই লেমুর নিয়ে গবেষণা করা হচ্ছে।