Kingdom:
প্রাণিজগৎ |
গুডম্যানের
মুষিক লেমুর
(Goodman’s
Mouse Lemur)
ঊর্ধ্বক্রমবাচকতা {| লেমুর | প্রাইমেট | স্তন্যপায়ী | মেরুদণ্ডী | কর্ডাটা | প্রাণী | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
এর বৈজ্ঞানিক নাম― Microcebus lehilahytsara।
এই প্রজাতিটি মাদাগাস্কারে রেইনফরেস্টে পাওয়া যায়। প্রজাতিটি আবিষ্কৃত হয়েছে ২০০৫ খ্রিষ্টাব্দের ১০ অগাষ্ট তারিখে। এরা নিশাচর এবং বৃক্ষচারী।
২০০৫ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেছিলেন Roos এবং Kappeler। প্রখ্যাত প্রাইমেট বিশেষজ্ঞ স্টিভ গুডম্যানের (Steve Goodman) -এর নামানুসারে এর সাধারণ নাম প্রদান করা হয়। মালাগাসি (Malagasy) ভাষায় Lehilahytsara শব্দের বিশ্লেষণ হলো- Good+man। এই দিক থেকে বিবেচনা করে, এর প্রজাতিগত নামও রাখা হয়েছে Lehilahytsara।