Kingdom (রাজ্য) : | Animalia প্রাণিজগৎ |
Infraclass (ক্ষুদ্রশ্রেণী) : | Eutheria |
Phylum (পর্ব) : | Chordata কর্ডাটা |
Order (বর্গ) : | Primates প্রাইমেট |
Class (শ্রেণী) : | Mammalia |
Suborder (উপবর্গ) : | Strepsirrhini স্ট্রেপ্সির্হৃনি |
Subclass (উপশ্রেণী) : | Theria |
Infraorder (ক্ষুদ্রবর্গ) : | Lemuriformes লেমুরিফর্মস |
Superfamily (অধিগোত্র) : | Cheirogaleoidea চেইরোগ্যালেয়োইডেয়া |
Family (গোত্র): | Cheirogaleidae চেইরোগ্যালেয়োইডি |
Genus (গণ): | Microcebus মাইক্রোসেবাস |
কোকোয়েরেল-এর
মুষিক লেমুর (Coquerel’s
Mouse Lemur)
ঊর্ধ্বক্রমবাচকতা {|
লেমুর
|
প্রাইমেট
|
স্তন্যপায়ী
|
মেরুদণ্ডী
|
কর্ডাটা
|
প্রাণী
|
জীবসত্তা |
জীবন্তবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু
|
দৈহিক সত্তা
|
সত্তা
|}
এর বৈজ্ঞানিক নাম- Microcebus coquereli।
এরা
পশ্চিম মাদাগাস্কার থেকে দক্ষিণের অঙ্কাজোবো অঞ্চল জুড়ে বসবাস করে। সাধারণত
এদেরকে জলাভূমির নিকটবর্তী জঙ্গলে দেখা যায়।
এদের রয়েছে লম্বা লেজ এবং কান। পিঠের দিকের রঙ ধূসর এবং পেটের দিকটা হলদেটে। লেজের
রঙ কালো। বড় ধরনের লেমুরের মধ্যে এরা আকারে বড় হয়ে থাকে। এরা বিভিন্ন ধরনের পতঙ্গ,
মাকড়সা এবং ছোট ছোট মেরুদণ্ডী প্রাণী, ফল, মুকুল, ফুল ইত্যাদি আহার করে থাকে। এরা
মূলত নিশাচর এবং বৃক্ষচারী। গাছের উপরে গাছের শাখা, পাতা, খড়কুটো দিয়ে বাসা তৈরি
করে‒
দলবদ্ধভাবে বসবাস করে। রাত্রে প্রথমার্ধে এরা শিশুদের খাওয়ানো, বাসা তৈরির মতো
সামাজিক কাজ করে। এমন কি নারী-পুরুষের দৈহিক মিলনও এই সময় ঘটে থাকে।
৯০ দিন গর্ভধারণের পর স্ত্রী-লেমুর এক থেকে দুটি বাচ্চা প্রসব করে। দুই বৎসরে ভিতরে
এরা পূর্ণতা লাভ করে। এদের জীবনকাল ১২-১৫ বৎসর।