Kingdom:
প্রাণিজগৎ |
পিগমি মুষিক
লেমুর
(Pygmy
Mouse Lemur)
ঊর্ধ্বক্রমবাচকতা {| লেমুর | প্রাইমেট | স্তন্যপায়ী | মেরুদণ্ডী | কর্ডাটা | প্রাণী | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
এর
বৈজ্ঞানিক নাম
Microcebus myoxinus
।
এর অপর নাম
Peters’
Mouse Lemur।
১৮৫২ সালে এর নামকরণ করেন জার্মান বিজ্ঞানী পিটার
(Wilhelm
Karl Hartwich Peters)।
এই প্রজাতির লেমুর পাওয়া যায় মাদাগাস্কারের। সকল মুষিক লেমুরের ভিতরে এই লেমুর ক্ষুদ্রতম। এর ওজন মোটামুটি ৩০ গ্রাম (১ আউন্স)। এদের দৈর্ঘ্য ৬.২ সেন্টিমিটার। এর পিঠের দিকের রঙ বাদামী এবং পেটের দিকের রঙ ক্রিম-সাদা। এরা পত্রমোচী বৃক্ষসমৃদ্ধ জঙ্গলে বসবাস করে থাকে। এরা মূলত নিশাচর। দিনের পুরো সময়টুকুই এরা ঘুমিয়ে কাটায়। এই কারণে দিনের বেলায় এদের দেখা যায় না।