Kingdom: প্রাণিজগৎ
Phylum:
কর্ডাটা
Class:
স্তন্যপায়ী
Suborder:
স্ট্রেপ্সির্‌হৃনি
Subclass: Theria
Order:
প্রাইমেট
Infraorder:
লেমুরিফর্মস
Superfamily: 
চেইরোগ্যালেয়োইডেয়া
Family:  
চেইরোগ্যালেয়োইডি
Genus:
মাইক্রোসেবাস

ধূসর-বাদামি মুষিক লেমুর
(Gray-brown Mouse Lemur)

ঊর্ধ্বক্রমবাচকতা {| লেমুর | প্রাইমেট | স্তন্যপায়ী | মেরুদণ্ডী | কর্ডাটা | প্রাণী | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}

এর বৈজ্ঞানিক নাম Microcebus griseorufus। অনেক ক্ষেত্রে এর অন্য নাম পাওয়া যায়- লালাভ-ধূসর মুষিক লেমুর (Reddish-gray Mouse Lemur)। ১৯১০ সালে এর নামকরণ করেন Kollman।  

 

এই প্রজাতির লেমুর পাওয়া যায় মাদাগাস্কারের। এদের ওজন মাত্র ৯০ গ্রাম। এদের মাথা এবং পিঠের দিকের রঙ হয়ে থাকে ধূসর-বাদামী বর্ণের এবং পেটের নিচের রঙ হয়ে থাকে সাদা। এরা মূলত বৃক্ষচারী এবং নিশাচর।