Kingdom (রাজ্য) : | Animalia প্রাণিজগৎ |
Infraclass (ক্ষুদ্রশ্রেণী) : | Eutheria |
Phylum (পর্ব) : | Chordata কর্ডাটা |
Order (বর্গ) : | Primates প্রাইমেট |
Class (শ্রেণী) : | Mammalia |
Suborder (উপবর্গ) : | Strepsirrhini স্ট্রেপ্সির্হৃনি |
Subclass (উপশ্রেণী) : | Theria |
Infraorder (ক্ষুদ্রবর্গ) : | Lemuriformes লেমুরিফর্মস |
Superfamily (অধিগোত্র) : | Cheirogaleoidea চেইরোগ্যালেয়োইডেয়া |
Family (গোত্র): | Cheirogaleidae চেইরোগ্যালেয়োইডি |
Genus (গণ): | Mirza মির্জা |
মির্জা
জাজা
ঊর্ধ্বক্রমবাচকতা {|
লেমুর
|
প্রাইমেট
|
স্তন্যপায়ী
|
মেরুদণ্ডী
|
কর্ডাটা
|
প্রাণী
|
জীবসত্তা |
জীবন্তবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু
|
দৈহিক সত্তা
|
সত্তা
|}
এর বৈজ্ঞানিক নাম-Mirza zaza।
মালাগাছি ভাষায় জাজা শব্দের অর্থ শিশু।
২০০৫ খ্রিষ্টাব্দে এই প্রজাতিটির
সন্ধান পাওয়া যায়। মুষিক ধরনের লেমুরের মধ্যে এই লেমুর অপেক্ষাকৃত বড়। এদের ওজন
প্রায় ৩০০ গ্রাম।
এরা ফুল, ফলমূল, পাতা, পতঙ্গ, মাকড়শা আহার করে থাকে।
এদের লেজ বেশ ফোলানো এবং কান অপেক্ষাকৃত ছোট। ফরাসী জীববিজ্ঞানী
Charles Coquerel
এর নামকরণ করেছিলেন। তবে এই প্রজাতিকে শনাক্ত করেছিলেন জার্মান বিজ্ঞানী
Kappeler
এবং Roos
।