Kingdom:
প্রাণিজগৎ |
মির্জা
ইংরেজি :
Mirza
এটি প্রাইমেট বর্গের প্রাণীকূলের একটি গণ বিশেষ। ১৮৭০ সালে এই গণের একটি প্রজাতিকে
Gray
। নামকরণ করেছিলেন। গ্যালেইডি (Cheirogaleidae)
গোত্রের পাঁচটি গণের একটি হলো মির্জা।
এই গণের লেমুরগুলো পশ্চিম মাদাগাস্কারের
উত্তরাঞ্চলের জলাভূমি অঞ্চলের নিকটবর্তী জঙ্গলে বসবাস করে। এদের দেহের পিঠের রঙ
জলপাই এবং পেটের দিকের রঙর হলুদাভ-সাদা। ফরাসী জীববিজ্ঞানী
Charles Coquerel
প্রথম দিকে
Mirza coquereli
এবং Microcebus coquereli
নামের লেমুরকে একই গণের ভিতরে অন্তর্ভুক্ত করেছিলেন। ১৯৮৫ সালে পরে
Microcebus coquereli
-কে Microcebus
গণের ভিতরে আনা হয়। ২০০৫ সালে এর দ্বিতীয় প্রজাতি
M. zaza
আবিষ্কৃত হয়। বর্তমানে এর মাত্র দুটি প্রজাতির সন্ধান পাওয়া যায়। এই প্রজাতি দুটো
হলো- Mirza coquereli
ও Mirza zaza
।
মূলত মির্জা গণের লেমুরগুলো মুষিক গণের মতোই, তবে এগুলো আকারে অপেক্ষাকৃত বড়।
তাই এদেরকে সাধারণভাবে বলা হয় দৈত্য মুষিক লেমুর (Giant
mouse lemur)। এদের গড় ওজন ৩০০ গ্রাম।
অন্যান্য লেমুরদের মতোই এরা নিশাচর এবং বৃক্ষচারী। এরা ফল, ফুল, কচি পাতা, পতঙ্গ,
মাকড়সা খেয়ে থাকে। এরা গাছের উঁচু ডালে বাসা তৈরি করে। ঘুমানোর সময় এরা একা ঘুমায়।
কখনো কখনো স্ত্রী ও পুরুষ লেমুর একত্রে ঘুমায়। এরা চলাচলের জন্য চারটি পা ব্যবহার
করে। গাছ থেকে গাছে লাফিয়ে চলাচলে এরা ততটা দক্ষ নয়। এদের প্রধান শত্রু প্যাঁচা।
এরা পরস্পরের সাথে যোগাযোগের জন্য উঁচু নাদের শব্দ ব্যবহার করে।
মির্জা গণের লেমুরের তালিকা
এই গণের লেমুরগুলোর সাধারণ পরিচয় হলো- মুষিক লেমুর বা ইঁদুর লেমুর। কারণ এই গণের অধিকাংশ লেমুরের আকৃতি ইঁদুরের মতো। এই কারণে মুষিক লেমুর হিসাবে মাইক্রোসেবাস গণের সকল প্রজাতিগুলো নিয়ে আলোচনা করা হলো। এই গণের এই প্রজাতিগুলো হলো‒
সূত্র :
http://www.animalinfo.org
http://www.arkive.org/
http://www.primate-sg.org/
http://www.omahazoo.com/