এ্যাল্কাইন
ইরেজি
Alkyne।
জৈব রসায়নের (হাইড্রোকার্বন
ভিত্তিক পদার্থ)
একটি শ্রেণী বিশেষ। যে সকল জৈব পদার্থে দুটি কার্বনের ভিতর ৩টি
বন্ধনী থাকে,
অবশিষ্ট যোজনীসমূহ হাইড্রোজেন দ্বারা পূর্ণ তাকে,
সে সকল পদার্থকে এ্যালকাইন বলে। এর সূত্র :
CnH2n-2
। এই জাতীয় পদার্থের
শেষে 'yne'
থাকে। এই জাতীয় জৈবপদার্থের নামকরণের ক্ষেত্রে
কার্বনের সংখ্যা অনুসারে উপসর্গ হিসাবে ব্যবহৃত হয়। নিচের এর তালিকা দেওয়া হলো।
eth =C2
ethyne (C2H2)
। দেখুন :
এ্যাসিটিলিন।
prop =C3
propyne
(C3H4)
but =C4
1-butyne (C4H6)
pent =C5
1-pentyne
(C5H8)
hex =C6
1-hexyne (C6H10)
hept =C7
1-heptyne
(C7H12)
oct =C8
1-octyne (C8H14)