এ্যাসিটিলিন
ইংরেজি
acetylene>বাংলা এ্যাসিটিলিন।

জৈব রসায়নের  এ্যালিফেটিক  হাইড্রোকার্বন-এর
হাইড্রোকার্বন -এর এ্যাল্‌কাইন শ্রেণির প্রথম যৌগ। এ্যাসিটিলিন মিষ্টি গন্ধযুক্ত বর্ণহীন গ্যাস। এটি পানিতে সামান্য দ্রবণীয়, এ্যাল্‌কোহল ৬ আয়তন ও এ্যাসিটোনে ২৫ আয়তন দ্রবীভূত হয়। চাপ প্রয়োগে একে সহজেই তরল করা যায়। গ্যাসটি বাতাস অপেক্ষা সামান্য হাল্কা। এর গড় ঘনত্ব ১৪.৪। উল্লেখ্য

 

১৮৩৬ খ্রিষ্টাব্দে এডমুন্ড ডেভি এ্যাসিটিলিন আবিষ্কার করেন। তবে তিনি এ্যাসিটিলিন সম্পর্কে বিস্তারিত ধারণা দেন নি। আবিষ্কারের ১৮৬০ খ্রিষ্টাব্দে মার্সেলিন বার্থেলট এই গ্যাসটি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন। তিনিই প্রথম এরা রাসায়নিক যৌগ হিসেবে C4H2 সঙ্কেত প্রকাশ করেন।

এই গ্যাসের সাথে
অক্সিজেন মিশিয়ে তৈরি করা হয়  অক্সি-এ্যাসিটিলি। ধাতু গলানো, ধাতু জোড়া দেওয়ার জন্য অক্সি-এ্যাসিটিলি শিখার ব্যাপক ব্যবহার আছে। কৃত্রিম রাবার, প্লাস্টিক উৎপাদনে ও জ্বালানি রূপে গ্যাসটি ব্যবহৃত হয়। এ্যাসিটালডিহাইড, এ্যাসিটিক এ্যাসিড, অক্সালিক এ্যাসিড, এ্যাসিটিলিন টেট্রাক্লোরাইড প্রভৃতি উৎপাদনে এ্যাসিটিলিন প্রারম্ভিক পদার্থরূপে ব্যবহৃত হয়।