এ্যালকোহল
ইংরেজি :
Alcohol>বাংলা
এ্যালকোহল, অ্যালকোহল
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{|
তরল
|
প্রবাহী
|
বস্তু
|
দৈহিক
সত্তা
|
সত্তা
|}
সাধারণভাবে এ্যাকলোহল বলতে মদের সাথে সম্পৃক্ত ইথাইল এ্যালকোহলকে বুঝায়। কিন্তু
রসায়ন বিজ্ঞানে বিশেষ ধরনের যৌগিক পদার্থের একটি বিশেষ শ্রেণিকে বুঝানো হয়ে থাকে।
রসায়ন বিজ্ঞানে সম্পৃক্ত বা অসম্পৃক্ত
এ্যালিফ্যাটিক
হাইড্রোকার্বন
অণু এ্যারোমেটিক
হাইড্রোকার্বন
অণুর পার্শ্ব-শিকলের এক
বা একাধিক
হাইড্রোজেন
পরমাণু হাইড্রোক্সিল
মূলক (-OH)
দ্বারা প্রতিস্থাপিত হলে যে সব যৌগ তৈরি হয়, তাদের সাধারণ নাম এ্যালকোহল।
রসায়ন বিজ্ঞানে এ্যালকোহলের সঙ্কেত হিসেবে উল্লেখ করা হয়
R−OH।
R = এ্যালকাইল (CnH2n+1), এ্যালকিনাইল (CnH2n-1) বা বেনজাইল মূলক (Ar-CH2) ।
−OH = হাইড্রোক্সিল মূলক।
রসায়ন বিজ্ঞানে নানাভাবে এ্যালকোহলের শ্রেণিবিভাজন করা হয়। যেমন−
প্রাইমারী
এ্যালকোহল
(1º)
:
যে এ্যালকোহলের
হাইড্রোক্সিল
মূলক (-OH)
যুক্ত
কার্বন পরমাণু কমপক্ষে দুটি
H
পরমাণুর সাথে যুক্ত হয়ে
−CH2OH
মূলক
তৈরি করে, তাকে প্রাইমারী
এ্যালকোহল
(1º)
বলা হয়। সূত্র :
R−CH2OH
।
যেমন−
ইথাইল
এ্যালকোহল
(CH3−CH2OH)
সেকেন্ডারী
এ্যালকোহল
(2º)
:
যে এ্যালকোহলের
হাইড্রোক্সিল
মূলক (-OH)
যুক্ত
কার্বন পরমাণু ১টি
H
পরমাণু ও ২টি
এ্যালকাইল মূলকের সাথে যুক্ত হয়ে
>CHOH
কার্যকরী মূলকের সৃষ্টি করে, তাকে সেকেন্ডারী
এ্যালকোহল
(2º)
বলা হয়। যেমন−
প্রোপানল-২
(CH3−CHOH−CH3)
টারশিয়ারি এ্যালকোহল (3º) : যে এ্যালকোহলের হাইড্রোক্সিল মূলক (-OH) যুক্ত কার্বন পরমাণু ১টি H পরমাণু সাথে যুক্ত না হয়ে কেবল তিনটি এ্যালকাইল মূলকের সাথে যুক্ত হয়ে COH কার্যকরী মূলকের সৃষ্টি করে, তাকে টারসিয়ারি এ্যালকোহল (3º) বলা হয়। যেমন−
|
২-মিথাইল প্রপানল-২ |
সূত্র :
wordnet.2.1 (উইন্ডোজ পরিচালন পদ্ধতি সমর্থিত)